আউটসোর্সিং কি এবং কেনঃ
প্রথমেই দেখে নেয়া যাক আউটসোর্সিং এবং অফশোর আউটসোর্সিং কি এবং কেন করা হয়। আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে পণ্যের শুধু ডিজাইন করা অথবা সম্পুর্ণ উৎপাদন অন্য প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়া। আউটসোর্সিং এর সিদ্ধান্ত সাধারণত নেয়া হয় উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পযর্াপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবও আউটসোর্সিং করা হয়।অন্যদিকে অফশোর আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে আনা। প্রধানত ইউরোপ এবং আমেরিকার ধনী দেশগুলো অফশোর আউটসোর্সিং করে থাকে যার মূল লক্ষ হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা। মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যমন- ডাটা প্রসেসিং, প্রোগ্রামিং , গ্রাফিক্স, মাল্টিমিডিয় , টেকনিক্যাল সাপোর্ট ইত্যাদি) অফশোর আউটসোর্সিং করা হয়। যে সকল দেশ এই ধরনের সারভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেইন, ব্রাজিল, আরজেন্টিনা,ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইনস, রাশিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, মিসর এবং আরো অনেক দেশ।
ফ্রিল্যান্সিং ঃ
এবার দেখে নেয়া যাক, ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার হওয়া যায়। ফ্রিল্যান্সার হল এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে নিজের ইচ্চা মতো কাজ করেন। এক জন ফ্রিল্যান্সার তার ইচ্চা মত কাজ করতে পারেন যেটা তার জানা আছে। এবং সে একাজ যেকোন সময় করতে পারে যেকোন জায়গায় এটা করা যায়। আর এর জন্য আপনার যা লাগবে তা হল: একটি কম্পিউটার আর একটি ইন্টানেট সংযোগ তাহলে আপনি যেকোন জায়গাতে বসে ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং এর কাজ করতে পারেন। সেগুলো হতে পারে ডাটা এনট্রি, ওয়েব ডিজাইন, সফটওয়্যার, ইত্যাদি।আগামী পর্বে কিভাবে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করবেন তা নিয়ে লিখব ইনশাল্লাহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন