ক্যারিয়ার হিসাবে SEO.
ক্যারিয়ার হিসাবে SEO ্চমতকার প্রফেশন। এটির ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে। তথ্য প্রযুক্তি যত উন্নত হবে এর চাহিদা তত বাড়বে। যে কেউ চাইলে ফ্রিল্যান্সার হিসাবে SEO
এর কাজ করতে পারেন এবং চাহিদাও অনেক।
ইন্টরনেটে তথা ্ওয়েবসাইট গুলোতে প্রচুর পরিমাণে SEO এর কাজ পাওয়া যায়। যেসব সাইটে কাজ গুলো পাওয়া যায় odesk, freelancer ইত্যাদি সাইট গুলোতে অনেক বেশি কাজ পাওয়া যায়। যেখানে কাজের
তুলনায় কাজ করার লোক কম।
SEO কাজ করার জন্য খুব একটা শিক্ষাগত যোগ্যতা দরকার হয় না। এমনও দেখা গেছে কেউে একজন দশম শ্রেণীর ছাত্র SEO এর কাজ করছে।
যে ব্যাক গ্রাউন্ডেরেই হোক না কেন, যে কেউ SEO তে কাজ করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কোন বাধা নয়। বাধা শুধু মনের ইচ্ছা।
আপনি যদি চান আপনিও করতে পারবেন। কোন প্রকার আইটি জ্ঞান ছাড়াই।
বাসায় প্রতিদিন ২-৩ ঘন্টা সময় দিয়ে
আউটসোর্সিং এর মাধ্যমে বেস ভাল টাকা আয় করতে পারেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন কম্পানিতে SEO প্রফেশনাল হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারেন। যার চাহিদা বাংলাদেশেও এখন বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন