Pages

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

Forex Market-এ Risk ছাড়া টাকা ইনকাম করুন ।

Forex trading-এ Take profit, Stop loss, Demo account ইত্যাদি সুবিধা ।

Forex trading এর সুবিধা ।

Forex trading-এর আনেক সুবিধা আছে । আমরা এখানে এর কিছু সুবিধা িনয়ে আলোচনা করব । প্র্থমত বলতে গেলে এটি একটি ্online ভিত্তিক প্রতিষ্ঠান । যেকোন ব্যাক্তি Forex trading করতে পারে । কারন আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি মডেম থাকে তাহলে আপনি যেকোন জায়গায় Forex trading করতে পারেন । Forex trading করতে বেশি সময় লাগে না । মাঝে মাঝে শুধু আপনাকে লাইন চেক করতে হবে । আর আপনি যদি একান্তই সময় না দিতে পারেন তাহলে trade open করে trade কে সয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রন করতে পারেন ।

Stop loss এবং Take profit সিস্টেম থাকার কারনে আপনি যদি কম্পিউটারের সামনে নাও থাকতে পারেন তাহলেও কোন সমস্যা নাই । Stop loss-এর ফলে আপনার ট্রেডে যদি লসও হয় তা হবে আপনার ইচ্চা মত, আপনি যত টুকু লস করতে চান তত টুকু । আবার Take profit -এর ফলে আপনি যতটুকু লাভ করতে চান ততটুকু লাভ হলে আপনার ট্রেড ক্লেজ হয়ে যাবে । আপনার যদি লাভ হয় তাহলে তা আপনার এ্যাকাউন্ট-এ জমা হবে আর যদি লস হয় তাহলে আপনার এ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে । আপনি যত টুকু লাভ বা লস চাইবেন তার এক পয়সা কম বেশি হবে না । যাদের ঘরে বসে টাকা ইনকাম করার ইচ্ছা তারা মাত্র কয়েক ঘন্টা সময় দিয়ে হাজার হাজার ডলার আয় করতে পারেন ।

Forex trading করতে বেশি কিছু জানার দরকার নেই । শুধু Forex trading- বিষয়ে কিছু জানতে হবে । এবং ২-১ মাস প্রাকটিস করতে হবে । আপনাকে এখানে বেশি টাকা খরচ করতে হবে তাও কিন্তু নয় । আপনি সল্প পরিমান টাকা বিনিয়গ করে Forex trading করতে পারেন । আপনি যে ব্রোকার সাইট এ এ্যাকাউন্ট করবেন তারাই আপনাকে পুজি দেবে trading করার জন্য ।

Forex trading- এ সব েথকে বড় সুবিধা হল Demo tradeকরার সুবিধা । Demo trade হল আপনার টাকা নয় তাদের ভারচুয়াল টাকা দিয়ে আপনি Forex trading শিখতে পারবেন । আপনার যত দিন ইচ্ছা ততদিন Demo trade করতে পারবেন । আপনার Forex trading শেখা হলে বা যখন দেখতেছেন Demo trade-এ আপনি লাভ করছেন তখন আপনি Real trade শুরু করতে পারবেন । আশা করি সবাই কে Forex trading এর সুবিধা গুলো বুঝাতে পেরেছি ।



আগামিতে কিভাবে Forex trading করবেন তা লিখব । ইনশাল্লাহ ।

ফেসবুক পেজ

ফেসবুক গ্রুপে join করতে পারেন Facebook group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন