Pages

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

ব্লগ তৈরি করার পর করণীয়ঃ


ব্লগ তৈরি করার পর করণীয়ঃ

আপনার ব্লগ তৈরি করার সময় এবং এর পরে আপনার বেশ কিছু করণীয় আছে যা নিচে উল্লেখ করা হল।

১। ব্লড়টি তৈরির সময় লক্ষ রাখবেন এটি যাতে এস, ই, ও বান্ধব হয়।


২। সাইটের ব্যাকগ্রাউন্ডে অহেতুক কোন ছবি বা সাউন্ড ব্যবহার করবেন না। এতে সাইট লোড নিতে বেশি সময় লগে       এবং  পাঠক এতে বিরক্ত হতে পারে।

৩। সাইট ব্যাকগ্রাউন্টে কালার এমন দিতে হবে যেন পাঠকের লিখা পড়তে সমস্যা না  হয়। যাতে ভিজিটরদের লেখা          পড়তে সমস্যাা না হয় ।
৪। ব্লগ তেরি করে ভিজিটর বাড়াতে চেস্টা করতে হবে ।

৫। ব্লগ তৈরির পর ব্লগের নাম দিয়ে ফেসবুকে পেজ খুলুন, গ্রুপ খুলুন । গুগল+ এ আপনার  পোস্ট গুলো শেয়ার করুণ ।        টুইটার এ এ্যাকাউন্ট খুলুন  এবং ব্লগ এর পোস্ট গুলো শেয়ার করুন ।
৬। এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আপনার ব্লগ এর পোস্ট গুলো শেয়ার করতে পারেন ।

৭। ব্লগ তৈরির পর আপনি যদি আপনার ব্লগটি মানুষের কাছে পৌচ্ছাতে চান তাহলে আপনাকে ব্লগটি বিভিন্ন সার্চ                ইন্জিনে  সাবমিট করতে হবে ।

৮। সািইটে একটি যোগাযোগ ফর্ম  ( form ) রাখুন, যাতে পাঠক বা যেকেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে ।

৯। সাইটটির ডিজাইন সুন্দর করুন । তবে খেয়াল রাখবেন বেশি সুন্দর করতে গিয়ে যেন বেশি খারাপ না হয় ।

১০। আপনার সাইটের ভিজিটর এর দিকে খেয়াল রেখে পোস্ট দিন ।

১১। একদিনে তিনটির বেশি পোস্ট দেবেননা । সপ্তাহে ২-৩ টি পোস্ট আবশ্যই দেবেন । যাতে আপনার সাইটে ভিজিটর         এসে ফিরে না যায় ।

১২। পোস্ট গুলো যাতে ইউনিক হয় সেদিকে খেয়াল রাখবেন ।

আজ  আর না , আগামীতে ব্লগ কিভাবে তৈরি করবেন তা নিয়ে লিখব । ইনশাল্লাহ ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন