forex trading কি?
আমরা যারা ইন্টানেটে নিয়মিত আসা যাওয়া করি তারা প্রায়ই একটি নাম শুনে থাকি আর তা হলো forex trading. আমরা এখন যানব forex trading কি? সহজ বাংলা ভাষায় forex trading হল বিভিন্ন দেশের টাকা ক্রয় বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা। এক দেশের currency -এর সাথে আরেক দেশের currency বিনিময় করার মাধ্যমে ট্রেড করা।যেমন ধরুন আপনার কাছে ৭০ টাকা আছে এই ৭০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনলেন। কিছু দিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৭৫ টাকা হয়ে গেল। এখন আপনি ঐ ১ ডলার ৭৫ টাকায় বিক্রি করে দিলেন ফলে আপনার ৫ টাকা লাভ হলো।
আবার ধরুন টাকার বিপরীতে ডলারের দাম কমে ৭০ টাকা। এখন আপনি আবার ১ ডলার কিনলেন, ডলারের দাম বাড়লে আপনি আবার এই ডলার বিক্রি করে লাভ করবেন। এভাবে আপনি মুদ্রা ক্রয় বিক্রয় করে লাভ করতে পারেন।
forex trading আনেকটা মুদ্রা ক্রয় বিক্রয় করার মতো। তবে forex trading মুদ্রা ্ক্রয-বিক্রিয় এর মত এত কঠিন বা এত বেশি সময় লাগে না। forex trading আরও বেশি সহজ। forex trading এ আপনাকে বেশি পরিমান টাকা ইনভেস্ট করতে হবে না বা বেশি সময় ধরে বসে থাকতে হবে না মুদ্রার দাম উটা-নামা করার জন্য। এখানে সব সময় মুদ্রার দাম উটা-নামা করে। এখানে কম বিনিয়োগ করেই ট্রেড করা যায়। ভালো ভাবে ট্রেড করতে পারলে আনেক বেশি লাভ করা যায়।
আগামী টিউন গুলোতে কিভাবে forex trading করবেন তা নিয়ে লিখব, ইনশাল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন